ব্লগ পোস্ট লিখেছেন, কিন্তু ইনডেক্স হতে সময় বেশি সময় লাগে? আমি আপনার জন্য ব্লগ পোস্ট দ্রুত ইনডেক্স করানোর সবচেয়ে কার্যকরী কিছু পদ্ধতি শেয়ার করছি। আশা করছি, এ পদ্ধতিগুলো আপনার জন্য ফলপ্রসূ হবে।
Trending টপিক নিয়ে কনটেন্ট লিখলে তা তৎক্ষণাৎ ইনডেক্স না হওয়াটা খুবই হতাশাজনক। তাছাড়া Informative ব্লগের ক্ষেত্রেও পোস্ট দেরিতে ইনডেক্স হোক তা আমরা কেউই চাই না।
পোস্ট পাবলিশ করলাম আর তখনি ইনডেক্স হয়ে গেল; এমনটি ঘটলে কেমন হয়? তাহলে চলুন, জেনে নিই ব্লগ পোস্ট Instant Index করানোর উপায় গুলো কী কী।
ব্লগ পোস্ট দ্রুত ইনডেক্স করার উপায়
যদি আপনি এখনো ব্লগিং শুরু না করে থাকেন বা আপনার মনে যদি প্রশ্ন হয়, ব্লগিং কিভাবে শিখব, তাহলে পড়তে পারেন কীভাবে ব্লগিং শুরু করবো, এ বিষয়ে আমাদের লেখাটি দেখে নিতে পারেন।
১. গুগল নিউজ
আমাদের অনেকেই ব্লগিং করলেও তারা Google News ব্যবহার করেন না। Google News আপনার ব্লগের Feed থেকে কনটেন্টগুলো নিয়ে তাদের প্ল্যাটফর্মে শো করে।
Google News এর সবচেয়ে বড় সুবিধা হলো, Google News এ আপনার ব্লগ সাইট যুক্ত করলে, সেখান থেকেও কিছুটা ভিজিটর পেতে পারেন। তাছাড়া, Google News এ আপনার সাইট যুক্ত থাকলে Google Discover এ আপনার কনটেন্ট র্যাংক করার একটি চান্স থাকে।
আপনার ব্লগ সাইট Google News এ Approval পেতে অবশ্যই ব্লগে ২০/২৫টি পোস্ট থাকতে হবে এবং নিয়মিত পোস্ট আপলোড করবেন।
Google News এ আপনার সাইট যুক্ত করার জন্য গুগল পাবলিশার সেন্টার লিংকে যান।
কিভাবে ১ মিনিটের মধ্যে ব্লগ পোস্ট ইনডেক্স করবেন?
যদি আপনার ব্লগ সাইট Google News Approval পেয়ে যায়, আর কোন চিন্তা নেই ব্লগ পোস্ট Publish করার কিছুক্ষণ পরেই পোস্ট ইনডেক্স হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান এখনিই Index করাতে তাহলে একটি ট্রিক প্রয়োগ করুন।
Google Publisher Center (Google News) থেকে Publication থেকে আপনার Site এ ক্লিক করুন এবং Google News অপশনে যান।
এবার Edit লিংকে ক্লিক করুন। নিচের মত একটি পেইজ পাবেন।
এখান থেকে প্রথমে Content Settings অপশনে যান। এবার Refresh লিংকে ক্লিক করুন এবং আপনার পেইজটি Reload করুন। তারপর, Articles লিংকে ক্লিক করে দেখুন- আপনার সর্বশেষ প্রকাশিত ব্লগ পোস্টের টাইটেল দেখাচ্ছে কিনা। আশা করি দেখাবে এবং ২০-৩০ সেকেন্ডের মধ্যেই আপনার পোস্টটি Google সার্চে ইনডেক্স হবে।
২. পুনরায় Sitemap সাবমিট করুন
আপনার সাইট গুগল নিউজে না থাকলে আরেকটি পদ্ধতি ব্যবহার করে স্বাভাবিকের চেয়ে দ্রুত পোস্ট ইনডেক্স করাতে পারেন। Google Search Console (GSC) থেকে আপনার ব্লগের Post Sitemap টি পুনরায় সাবমিট করুন। এতে কোন সমস্যা নেই। Search Crawler যখন সাইটম্যাপটি নতুনভাবে Read করবে আপনার সর্বশেষ প্রকাশিত পোস্টটি কিছু সময়ের মধ্যে Index হয়ে যাবে।
কিভাবে পুনরায় Sitemap সাবমিট করবেন
সার্চ কনসোলে পুনরায় Sitemap সাবমিট করার ক্ষেত্রে শুধুমাত্র Post Sitemap টি সাবমিট করলেই চলবে।
এজন্য Google Search Console এ লগইন করুন। Sitemap অপশনে যান।
Add a new sitemap এখানে সাইটম্যাপ লিংকে post-sitemap.xml কপি করে Submit করুন। যদি আপনার সাইটম্যাপের সম্পূর্ণ লিংক দিতে হয় সম্পূর্ণ লিংকটি কপি-পেস্ট করে সাবমিট করুন।
সাবমিট করার পর, পেইজটি Reload করুন দেখবেন, আপনার সাবমিট করা Sitemap টি সাবমিট হয়েছে এবং Last Read এর তারিখ আপডেট হয়েছে। নিচের ছবিতে দেখুন।
সাইটম্যাপ সাবমিট করলে একসাথে অনেকগুলো পোস্ট Recrawl হবে। ৫/৬ ঘন্টার মধ্যেই এভাবে আপনার পোস্ট গুগলে ইনডেক্স হয়ে যেতে পারে।
৩. Inspect URL টুল ব্যবহার
যদি আপনি চান শুধু সর্বশেষ পোস্টটি Crawl করার জন্য Request করবেন তাহলে, GSC থেকে Inspect URL টুলটি ব্যবহার করতে পারবেন।
Google Search Console এর Topbar এ একটি সার্চবক্স দেখবেন। এখানে আপনার ব্লগ পোস্টের লিংকটি কপি-পেস্ট করে Enter চাপুন।
নিচের মত একটি পেইজ আসবে। এখানে আপনার লিংকটি ইনডেক্স করার জন্য Request Indexing লিংকে ক্লিক করুন। এতে করে ৫/৬ ঘন্টার মধ্যেই এভাবে আপনার পোস্ট গুগলে ইনডেক্স হয়ে যেতে পারে।
৪. Internal and External Linking করুন
গুগলের Webmaster Trends Analyst, John Mueller বলেছেন, “Backlinks are the best way to get Google to index content.” অর্থাৎ, কনটেন্ট ইনডেক্স করানোর সবচেয়ে ভাল উপায় হচ্ছে ব্যাকলিংক।
তাই সবসময় খেয়াল রাখবেন, আপনার পুরাতন এবং অলরেডি ইনডেক্সে ও র্যাংকিংয়ে থাকা পোস্ট থেকে নতুন পোস্টগুলোতে Backlink করবেন। আবার নতুন পোস্ট থেকেও সম্পর্কিত বিভিন্ন Internal post/page বা External content এ লিংক তৈরি করবেন।
Internal Linking
আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে, একই ক্যাটাগরির বিভিন্ন সম্পর্কিত পোস্ট ও পেইজে যেসব লিংক করা হয় এগুলোকে Internal Links বলে।
Internal Link তৈরি করার ক্ষেত্রে Open in new tab অপশন ব্যবহার করবেন না। সেইম ট্যাবে Internal Link ওপেন হলে, Google Adsense এর Vignette ads Show হয়। এর ফলে আপনার Earning ভাল হবে।
External Linking
আমরা বেশিরভাগই অন্য কোন সাইটে External Do follow ব্যাকলিংক দিতে কার্পণ্য করি। সবসময় External do-follow লিংক দিবেন না। তবে জরুরী এবং তথ্যবহুল কোন কনটেন্ট হলে Do-follow link দেয়া ভাল। এটি আপনার সাইটের র্যাংকিং বাড়াতে সাহায্য করে।
নতুন পোস্টের Internal/External ব্যাকলিংকের কারণে আপনার ব্লগ পোস্ট ইনডেক্স হওয়ার গুরুত্ব অনেকটা বেড়ে যাবে। আশা করি যারা ব্লগিং করছেন এবং দ্রুত ইনডেক্স করানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের উপকারে লাগবে।
0 Comments