অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় (2022)

 আমরা অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজে থাকি। বিশেষ করে, টাকা ইনকাম করার জন্য বাংলাদেশের মানুষ আমরা একটু বেশিই সহজ উপায় তালাশ করি। কারণ আমরা ইন্টারনেটের কল্যাণে জানতে পেরেছি যে অনলাইন থেকেও টাকা ইনকাম করা যায়। তবে কোন কোন উপায়ে টাকা ইনকাম করা যায়? তার কোন সঠিক নির্দেশনা আমরা তেমন পাইনা। আদৌ অনলাইন থেকে সহজে কোন টাকা ইনকাম করা যায় কিনা তাও নিশ্চিত হতে পারি না।

ফলশ্রুতিতে অন্ধের হাতি দেখার মত কিছুদিন অনলাইনে এসে এ বিষয় ও বিষয় নিয়ে নাড়াচাড়া করে ব্যর্থ হয়ে পরে আঙুর ফল অতিশয় টক এরকম একটা দুঃখ মনের ভিতর নিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম না করেই চলে যাই। অনেকে তো এর পিছনে টাকা পয়সা ব্যয় করে যখন দেখে যে না, কিছু পারছে না, তখন সেই টাকা তুলতে বিভিন্ন লোকজনকে লোভ দেখিয়ে, প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা নিয়ে চুপচাপ কেটে পড়ে। শেষে, বেচারা ইচ্ছেমত অভিশাপ দিতে থাকে।

অভিশাপ দিলে কি যে টাকা চলে যায়, তা কি আর ফিরে আসে? যাইহোক, যে যে পর্যন্ত প্রতারিত হয়েছেন, হতাশ হয়েছেন, ব্যর্থ হয়েছেন সেখানেই ইতি টেনে আমার আজকের পোস্টটি মনযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল।

অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়

অনলাইন থেকে সহজে টাকা ইনকাম করা যায় কিনা? গেলেও কি কি সহজ উপায় আছে বা থাকতে পারে সেই বিষয় সম্পর্কে যতটা সহজ ভাষায় উপস্থাপন করা যায় তার যথাসাধ্য চেষ্টা করব। তবে বিস্তারিত আলোচনা করার আগে, যারাই টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজে থাকেন তাদের বলব, আসলে কোন জিনিস ই সস্তায় বা সহজে পাওয়া যায় না।

তার জন্য কিছুটা হলেও পরিশ্রম করতে হয়। তবে এটা ঠিক যে, একটা সঠিক দিকনির্দেশনা যেকোনো কঠিন কাজকে সহজ করে দিতে পারে। আমি আপনাকে টাকা ইনকামের কিছু সহজ উপায় বলে দিব।

কিন্ত, চেষ্টা করে আপনাকে সেখান থেকে ইনকাম করার পথ বের করে নিতে হবে। যদি আমার আজকের পরামর্শ থেকে টাকা ইনকাম করার সহজ উপায় টা আপনি খুঁজে করে নিতে পারেন আর সত্যি সফলতা পান, তাহলে বাংলাদেশে বসে নিজে ঘরে বসেই আপনি প্রথম অবস্থাতে লক্ষ টাকা না হলেও এতটুকু ইনকাম করতে পারেন যা দিয়ে অন্তত আপনি এইখানে টিকে থাকতে পারেন যেন কারো কাছে হাত না পাততে হয়।

এরপর আস্তে আস্তে আপনার যখন অভিজ্ঞতা বাড়বে তখন আপনি আপনার কল্পনার থেকেও বেশি আয় করবেন। দিকনির্দেশনাগুলো যদি আপনার কাজে লাগে, তাহলে আমার জন্য একটু দোয়া করার অনুরোধ রইল। আর চেষ্টা না করে ব্যর্থ হলে সে দোষও যদি আমাকে দেন দিতে পারেন। তবে দিন শেষে ক্ষতিটা আপনারই। তাহলে চলুন, অনলাইনে বাংলাদেশে বসে টাকা ইনকামের কয়েকটি সহজ উপায় আপনাকে জানাই।

১. লেখালেখি করে ইনকাম

প্রশ্ন যদি হয় আপনার হাতে স্মার্টফোন আছে? তাহলে উত্তর নিশ্চয়ই হবে, আরে ভাই আপনি কোন যুগের মানুষ? এ যুগে স্মার্টফোন ছাড়া চলে নাকি? ঠিক। চলেও না। তাহলে আপনি কেন হতাশায় দিনাতিপাত করছেন? ইংরেজি বাদ, বাংলা তো পড়তে লিখতে পারেন? উত্তর হ্যাঁ হলে, বসে না থেকে বাংলাদেশি বিভিন্ন সাইটে লেখালেখি শুরু করুন। একটু মাথা খাটালে আপনি দৈনিক ১০০-২০০ টাকা প্রথম অবস্থাতেই আয় করতে পারেন। আমিও প্রথমাবস্থাতে তাই করেছি।

এখন নিজের ব্লগ থেকেই ভালো আয় হয়। অন্যের কাজ করা আর লাগে না। বাংলাদেশে এমন অনেক সাইট আছে যারা লেখালেখি করে আয় করার সুযোগ দেয়। প্রতিদিন তো বহুত সময় ফেসবুক, টিকটকে পার করেন। পড়াশোনার পাশাপাশি ওখানে প্রতিদিন ২/৩ ঘন্টা লেখালেখি করলে মাস শেষে আপনি নিজের পকেট খরচ অন্তত চালাতে পারবেন। বাবা মায়ের কাছে আর হাত পাততে হবে না।

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট ভিত্তিক অনলাইন ইনকামের জন্য এখন ব্লগিং এবং বাংলা সংবাদ প্রকাশনা ওয়েবসাইটের গুরুত্ব বেড়েছে। তাই আপনি যদি ভালো কনটেন্ট লিখতে পারেন, তাহলে ব্লগিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে পারেন। অপরদিকে সাংবাদিকতায় ভালো দক্ষতা থাকলে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করে সুষ্ঠু সংবাদ পরিবেশন করতে পারেন।

প্রথম অবস্থায় লাখ টাকা ইনকাম করতে পারার মত স্বপ্ন আমি কাউকে দেখাই না। তবে পরের কাছে হাত না পেতে কিভাবে চলতে হয় সে স্বপ্ন অবশ্যই দেখিয়ে দিলাম। সাইটগুলোর লিস্ট আমি নিচে দিয়ে দেব। আর এসব সাইট বাংলাদেশের লেখকদের কাছে অনেক বিশ্বস্ত৷ বাংলাদেশি পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আপনি এখান থেকে আপনার পারিশ্রমিক নিতে পারবেন কোন ঝামেলা ছাড়া।

২. ইউটিউবিং

অনলাইন ইনকাম যেহুতু করতে চাচ্ছেন সেহুতু হাতে অন্তত স্মার্টফোন আছে আর নিশ্চয়ই স্মার্টফোনের ক্যামেরাও খারাপ না। সেটা দিয়ে শুরু করুন না! ইউটিউবে মানুষ ভ্রমণ, খাওয়া-দাওয়া, পশুপাখি পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে। এসব ভিডিও বানাতে তেমন ভালো এডিটিংয়ে ও প্রয়োজন নেই। শুধুমাত্র ভিডিও করবেন আর নিয়ম মেনে আপলোড দিবেন; ব্যস!

কীভাবে ভিডিওর মার্কেটিং করবেন ভিডিওর ভিউ বাড়াবেন সেগুলো নিয়ে আজকে বলব না। আর যেসব বিষয়ে ভিডিও বানানোর কথা বললাম সেগুলো ভাইরাল করতে এত কস্ট ও করতে হয় না। কারণ আমি দেখেছি, আমার পরিচিত এক লোক পাখি পালন করে। সে তার পাখি পালনের ভিডিও বানিয়েই তার ইউটিউব চ্যানেল দাড় করিয়েছে। এখন সেখান থেকেই ভাল আয় করছে।

৩. ফেসবুক থেকে ইনকাম

ইউটিউবের থেকেও বেশি সময় মানুষ ফেসবুকে কাটায়। আপনি যদি আপনার ইউটিউব ভিডিও একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপলোড করেন আর পেজ থেকে ইনকাম করার শর্তসমূহ পূরণ করতে পারেন, দেখবেন সেখান থেকেও ভালো ইনকাম হচ্ছে।

৪. অ্যাপ রিভিউ করে ইনকাম

ধরুন, আপনি একটা ভালো অ্যাপস পেয়েছেন। হতে পারে সেটা কোন গেম খেলার অথবা কোন প্রোডাক্ট সম্পর্কিত কিংবা যেকোন ইনকাম সম্পর্কিত। আপনি অনলাইন প্ল্যাটফর্মের যেসব জায়গায় প্রচুর লোক আছে সেখানে সেই এপ্সের একটা রিভিউ লিখে কিংবা ভিডিও বানিয়ে লিংক্টা দিয়ে দিলেন। ওই লিংকে ক্লিক করে যদি কেউ এপ্সটি ইন্সটল অথবা ব্যবহার করে তাহলে আপনি সেখান থেকে টাকা পাবেন।

তবে আপনার প্রদত্ত তথ্য যেন সঠিক হয় সেদিকে খেয়াল রাখবেন। কোন ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারিত না করার অনুরোধ রইল।

৫. অনলাইন রিচার্জ ব্যবসা করে ইনকাম

আগে আমরা মোবাইল রিচার্জ করতে দোকানে যেতাম। এখন অনলাইনের বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে ঘরে বসে রিচার্জ করা যায়। এখানে একটা জিনিস খেয়াল করুন। ধরুন আপনার বিকাশ একাউন্টে কেউ ৫০০০ টাকা পাঠিয়েছে আর ১০০০ টাকা ক্যাশ আউট করতে খরচ হয় ১৮.৫০ টাকা।

আমি মনে করলাম, আপনার কাছে নগদ ৫০০০ টাকা আছে। সেক্ষেত্রে, আপনি বিকাশে ৫০০০ টাকা রেখে হাতের টাকা তাকে দিয়ে দিলেন। আর বিকাশের টাকা রিচার্জ করে অন্যদের দিয়ে দিলেন। ফলে ক্যাশ আউট খরচ বাঁচল এবং সেই টাকা আসল টাকার সাথে আপনার পকেটে চলে আসল। ৫০০০ টাকায় প্রায় ১০০ টাকার মত হয়ে গেল। আর যাই হোক ১০০ টাকায় পকেট খরচ তো চলে।

এছাড়া বিভিন্ন কোম্পানির অনলাইন রিচার্জ অ্যাপস আছে। একটা বিশ্বস্ত এজেন্টের কাছ থেকে রিটেইলার এক্সেস নিয়ে আপনি দেশের বিভিন্ন প্রান্তে রিচার্জ দিয়ে টাকা ইনকাম করতে পারেন। একটু খোঁজ নিলে এমন অনেক কোম্পানি পাবেন। তবে খেয়াল রাখবেন যেন প্রতারিত না হন। অনলাইনে যেখানেই কাজ করুন না কেন আপনাকে প্রতারণার হাত থেকে সতর্ক থাকতেই হবে।

৬. ব্লগিং করে ইনকাম

ব্লগিং শব্দটির সাথে আমরা অনেকেই মোটামুটি পরিচিত। কারণে-অকারণে ইন্টারনেটে ঢুকলেই এটি সামনে চলে আসে। ব্লগ একটা ব্যক্তিগত ডায়েরির মত, অথবা নোটও বলতে পারেন। যেখানে আপনার জানা এবং মানুষের প্রয়োজন হতে পারে এমন তথ্য থাকে। মানুষের যে তথ্যটা প্রয়োজন সেটা যদি আপনার ব্লগে থাকে সেটা মানুষ অনলাইনে সার্চ করে আপনার ব্লগ থেকে জেনে নিবে।

যেমন এই পোস্টটির কথাই ধরুন, আপনি গুগলে এসে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে সম্পর্কে জানার জন্য সার্চ করলেন আর এটি আপনার সামনে চলে আসল। আপনি তথ্যটি জেনে নিলেন। এটাও এক প্রকার ব্লগ। এই ব্লগিং করেও মাসে আপনি ভাল পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন কোন টাকা খরচ করা ছাড়া।

তবে, এখান থেকে ইনকাম করতে আপনাকে কোন খরচ না করতে হলেও চেষ্টা, ধৈর্য, পরিশ্রম, করার মানসিকতা রাখতে হবে। একটা সময় পর আপনার ইনকাম করাটা এত সহজ হবে আপনি ভেবে অবাক হবেন।

৭. ফ্রিল্যান্সিং করে ইনকাম

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। এতক্ষণ উপরে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলোও ফ্রিল্যান্সিং টাইপের। তবে আচমকা কেউ ফ্রিল্যান্সিং কী সেটা জিজ্ঞেস করলে, ফ্রিল্যান্সিং বলতে আমরা অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে অন্যের কাজ করে টাকা ইনকাম করার বিষয়টি বুঝি।

ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্র অনেক বড়। এখানে অনলাইন সম্পর্কিত এমন কোন কাজ নেই যা পাওয়া যায় না। প্রোগামিং, ওয়েব ডেভলপমেন্টডিজিটাল মার্কেটিংসহ এত এত কাজ এখানে রয়েছে যা আপনি ভাবতেও পারবেন না।

তবে এগুলো শিখতে একটু সময় লাগবে। তাই আমি উপরে যে কাজগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো করে কিছু টাকা জমিয়ে পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে একটা কাজ ভালোভাবে শিখে নিয়ে তারপর এই জগতে আসতে হবে। এর কারণ, প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের পরিমাণ যেমন বাড়ছে তেমনি প্রতিযোগিতা ও বাড়ছে। হুট করে এসে এখান থেকে সহজেই টাকা ইনকাম করা না গেলেও ধৈর্য ধরে টিকে থাকতে পারলে ইনকাম করাটা খুবই সহজ।


►► আরো দেখুন: কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো? পরিপূর্ণ গাইডলাইন


এছাড়াও, ছবি বিক্রি করে ইনকাম, এফিলিয়েট মার্কেটিং অনলাইনে পাঠদানের মত বিষয়সহ হাজারটা উপায়ে আপনি অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। এইসব উপায়ে বাংলাদেশে বসে হাজার হাজার মানুষ বৈদেশিক মুদ্রা আয় করছে। সুতরাং নিজেকে দক্ষ করে তুলুন টাকা এমনিই আসবে।

আরেকটি কথা অনলাইন ইনকাম, বিভিন্ন টিপস, প্রিয় মানুষকে নিয়ে উক্তি সহ আরো অন্যান্য বিষয় জানতে আমাদের ব্লগে ভিজিট করতে পারেন। কারণ এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে লেখা আসে। যেগুলো আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি।

শেষ কথা

প্রিয় পাঠকবৃন্দ, টাকা ইনকাম করাটা এতটা সহজ নয়। আবার যারা একবার সঠিক দিকনির্দেশনা পেয়ে টাকা ইনকাম করার রাস্তায় উঠে আসে তাকে আপনি আর সহজে ধরতেও পারবেন না। কারণ সে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো সম্পর্কে খুব ভালো করে জেনে গিয়েছে।

সুতরাং অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জানার আগে যেকোন একটি কাজ করে সেটিকে সহজ বানিয়ে নিতে পারলে এমনিতেই অনলাইন থেকে সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আর এসব বিষয়ে ইউটিউবেই প্রচুর তথ্য পাওয়া যায়। তাই এদিক সেদিক অযথা সময় নষ্ট না করে ছোট একটা বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারলে ইনকামের সহজ রাস্তা তৈরি করে নিতে পারবেন অনায়াসেই।

Post a Comment

0 Comments