Password

বাংলা অনুবাদ দেখতে নিচে দেখুন

When everyone in the family goes out, we usually lock the door.Why? Home security is for sure, not so much. Now think about it, what is the lock thing?No one can open the lock of your house with any key.Because there are different keys for every lock in the world.One lock cannot be played with another key. This way we ensure the safety of our home and other things with locks. Now, of course, there is a type of numbered lock, where the number has to be unlocked.




Image Source-Google | Image by-:-www.itpro.co.uk

In this case, the number is the key. But in this age of digital technology there is much more to security

We have to think. You must have understood what I was talking about.

We are talking about the security of our information and data.

We are important in this age of ICT. The security of information, data and software is a kind of lock.

The name of this lock is password.

Many of you have already created and used passwords.

The use of information and communication technology is now everywhere. Our country is no exception.

As its spread grows, so does the question of security.

All our personal information such as bank account, income tax account, various job information etc.

In addition, various data is now coming under the digital system.

Also our ICT equipment such as computers, laptops,

Tablets or mobile phones are powered by software.

When we use the internet, it is anywhere in the world

Can communicate with computer or ICT device.

Similarly, anyone else can communicate with our device.

Can exchange information.

Through this, our personal confidential information can also be passed on to others

Someone may damage our device software.

We need security to protect ourselves from this situation.

There is no alternative to the password to protect this information and the software on our device.

If a password is given, no one will be able to take or damage our information if they want to.

But one thing we must know here is if we use our intellect

If he can grab the password I gave him then he can take all our information.

If you want to destroy information, you can destroy it.

A lot of duplicate keys to unlock.

So we have to be very skilled in creating passwords. As simple as anyone else can imagine

Passwords cannot be created, and passwords cannot be created.

Most people create passwords like 123456 or 654321 or abcdef.

This makes it easier to know or catch the password. Although many users are unique

Creating a password is a hassle.

Information - It is very important to create a unique or basic password considering the data aspect.

With security provisions for information and data stored on ICT devices at Savar, computers or anywhere

Passwords are also used to maintain confidentiality. If your password is not unique:

Viruses can easily attack due to weak passwords. 2. Can give hackers a chance to hack easily. In addition to the money kept in the bank

Important information can go into the hands of others.

3. Because of your simple password, there may be an opportunity to destroy the data stored in the ICT device.

How to create a basic password? This is a creative work. Only your creativity can protect the security and privacy of your information or software.

However, in this case, if we follow some rules, we will have many benefits to do the job.

When creating a unique password we need to keep in mind:

1. Not to use name or personal information directly in personal or family information. Although the password It helps us to remember;

2. Sixth hand in the use of numbers, symbols and words It is better to mix letters and uppercase letters. This will give others an idea about the password It will be much harder; 3. The password must be a little bigger;

4. Do not write the password or any part of it in the ICT device or diary or anywhere else to remember the password.Keep

4. Use a signal of your choice to remember the password. It could be favorite Poetry, keep; Stories, authors, scientific discoveries or historical events in the corner.

If creativity is involved with these things, then the password can become a unique password.

Our passwords may contain-

  • MoriTeChaHina_AmiSunDarVhubanE (Pran - Rabindranath Tagore)
  • AmAr_AchE_wateR (Humayun Ahmed)
  • 2BornoT2B_tHatis The? (To be or not to be, that is the question- From Shakespeare)
  • 4Score & 7yrsAGO (Four score and seven years ago From the Gettysburg Address)

However, the password must be remembered. Often changing the password is also an urgent task.By doing so, we protect the security and privacy of our information and software

বাংলা অনুবাদ

পরিবারের সবাই বাড়ির বাইরে বেড়াতে গেলে সাধারণত আমরা বাড়ির দরজায় তালা লাগিয়ে যাই ।

কেন ? বাড়ির নিরাপত্তা নিশ্চিত রার জন্য , তাই না । এখন একটু চিন্তা কর , তালা জিনিসটা আসলে কী ?
যে কেউ যেকোনাে চাবি দিয়ে তােমার বাড়ির তালাটি খুলতে পারে না ।
কারণ পৃথিবীর প্রত্যেকটি তালার জন্য ভিন্ন ভিন্ন চাবি রয়েছে ।
এক তালার চাবি দিয়ে অন্য একটি তালা খােলা যায় না । এভাবে আমরা তালা দিয়ে আমাদের বাড়িসহ অন্যান্য জিনিসের নিরাপত্তা নিশ্চিত করি । এখন অবশ্য নম্বর দেওয়া এক ধরনের তালা দেখা যায় , যেখানে নম্বর মিলিয়ে তালাটি খুলতে হয় ।
এক্ষেত্রে নম্বরটি চাবির কাজ করে । কিন্তু ডিজিটাল প্রযুক্তির এ যুগে আরো অনেক কিছুর নিরাপত্তা নিয়ে
আমাদের চিন্তা করতে হয় । তােমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ কিসের কথা বলছি ।ঠিক ধরেছ ,
আমরা আমাদের তথ্য ও উপাত্তের নিরাপত্তা কথা বলছি ।
আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ । তথ্য , উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয় ।
এ তালার নাম পাসওয়ার্ড ।
তােমরা অনেকে নিশ্চয়ই ইতােমধ্যে পাসওয়ার্ড তৈরি ও ব্যবহার করে ফেলেছ ।
তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার এখন সবখানে ।আমাদের দেশও এর ব্যতিক্রম নয় ।
এর প্রসার যত বাড়ছে নিরাপত্তার প্রশ্নটি তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ।
আমাদের ব্যক্তিগত সকল তথ্য যেমন ব্যাংক একাউন্ট , আয়করের হিসাব , চাকরির বিভিন্ন তথ্য ইত্যাদি
ছাড়াও নানা তথ্য - উপাত্ত এখন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে ।
এছাড়াও আমাদের আইসিটি যন্ত্রপাতি যেমন কম্পিউটার , ল্যাপটপ ,
ট্যাবলেট কিংবা মােবাইল ফোনগুলাে সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় ।
আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন পৃথিবীর যেকোনাে প্রান্তের
কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাথে যােগযােগ করতে পারি ।
তেমনি অন্য যে কেউ আমাদের যন্ত্রের সাথে যােগাযােগ করতে পারে ।
তথ্য আদান - প্রদান করতে পারে ।
এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত গােপনীয় তথ্যও অন্যের কাছে চলে যেতে পারে কিংবা
কেউ আমাদের যন্ত্রের সফটওয়্যারের ক্ষতি করতে পারে ।
এ অবস্থা থেকে রক্ষা পেতে আমাদের নিরাপত্তা প্রয়ােজন ।
এসব তথ্য ও আমাদের যন্ত্রের সফটওয়্যারসমূহ রক্ষা করতে পাসওয়ার্ডের কোনাে বিকল্প নেই ।
পাসওয়ার্ড দেওয়া থাকলে যে কেউ ইচ্ছা করলেই আমাদের তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না ।
তবে এখানে একটি কথা অবশ্যই জেনে রাখতে হবে যদি কেউ বুদ্ধি খাটিয়ে আমরা
যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা ধরে ফেলতে পারে তাহলে সে আমাদের সকল তথ্য নিয়ে নিতে পারবে ।
তথ্য নষ্ট করতে চাইলে নষ্ট করতে পারবে ।
অনেকটা ডুপ্লিকেট চাবি বানিয়ে তালা খুলে ফেলার মতাে ।
তাই পাসওয়ার্ড তৈরি করতে আমাদের অনেক দক্ষ হতে হবে । অন্য কেউ ধারণা করতে পারে এমন সহজ
পাসওয়ার্ড যেমন তৈরি করা যাবে না আবার নিজেই ভলে যেতে পারি এমন পাসওয়ার্ড তৈরি করা যাবে না ।
বেশিরভাগ মানুষ 123456 বা 654321 বা abcdef এ ধরনের পাসওয়ার্ড তৈরি করে ।
ফলে পাসওয়ার্ড জেনে যাওয়া বা ধরে ফেলা সহজ হয় । যদিও অনেক ব্যবহারকারী অনন্য বা unique
পাসওয়ার্ড তৈরি করাকে ঝামেলার কাজ মনে করে ।
তথ্য - উপাত্তের দিকটি বিবেচনায় নিলে unique বা মৌলিক পাসওয়ার্ড তৈরি করাঅত্যন্ত গুরুত্বপূর্ণ ।
সাভার , কম্পিউটার বা যেকোনাে আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য ও উপাত্তের নিরাপত্তা বিধানের সাথে সাথে
গােপনীয়তা বজায় রাখার কাজটিও পাসওয়ার্ড করে থাকে । তােমার পাসওয়ার্ড যদি unique না হয় তবে :
দুর্বল পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজেই আক্রমণ করতে পারে ।2.হ্যাকারদের সহজেই হ্যাক করার সুযােগ করে দিতে পারে । এতে তােমার ব্যাংকে রাখা টাকা ছাড়াও
গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে চলে যেতে পারে ।
3.তােমার সহজ পাসওয়ার্ডের কারণে আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য নষ্ট করার সুযােগ তৈরি হতে পারে।
কীভাবে মৌলিক পাসওয়ার্ড তৈরি করা যায় ? এটি একটি সৃজনশীল কাজ । তােমার সৃজনশীলতাই তােমার তথ্য বা সফটওয়্যারের নিরাপত্তা ও গােপনীয়তা রক্ষা করতে পারে ।
তবে এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে কাজটি করতে আমাদের অনেক সুবিধা হবে ।
Unique পাসওয়ার্ড তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে :
1.নিজের বা পরিবারের কারাে নাম বা ব্যক্তিগত কোনাে তথ্য সরাসরি ব্যবহার না করা । যদিও পাসওয়ার্ডটি
মনে রাখার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করে থাকে ;
2.সংখ্যা , চিহ্ন ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছােট হাতের
অক্ষর ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিলে ভালাে হয় । এতে পাসওয়ার্ডটি সম্পর্কে অন্যের ধারণা করা
অনেক কঠিন হয়ে যাবে ;3.পাসওয়ার্ডটি যেন অবশ্যই একটু বড় আকারের হয় ;
4.পাসওয়ার্ড মনে রাখার জন্য আইসিটি যন্ত্র বা ডায়রি বা অন্য কোথাও পাসওয়ার্ড বা এর অংশবিশেষ লিখে না
রাখা
4.পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের একটি সংকেত ব্যবহার করা । এটি হতে পারে প্রিয়


কবিতা , রাখা ; গল্প , লেখক , বৈজ্ঞানিক আবিষ্কার বা কোনাে ঐতিহাসিক ঘটনা ।

এ কাজগুলাের সাথে যদি সৃজনশীলতা যােগ হয় তবে পাসওয়ার্ডটি হয়ে উঠতে পারে unique পাসওয়ার্ড ।

আমাদের পাসওয়ার্ডগুলাে হতে পারে এমন-


MoriTeChaHina_AmiSunDarVhubanE ( প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর )


AmAr_AchE_wateR ( হূমায়ূন আহমেদ )


2BornoT2B_tHatis The ? ( To be or not to be , that is the question- From Shakespeare )


4Score & 7yrsAGO ( Four score and seven years ago From the Gettysburg Address )

তবে পাসওয়ার্ড অবশ্যই মনে রাখার মত হওয়া উচিত । প্রায়শ পাসওয়ার্ড পরিবর্তন করাও একটি জরুরি কাজ ।

এর মাধ্যমে আমরা আমাদের তথ্য ও সফটওয়্যারের নিরাপত্তা ও গােপনীয়তা রক্ষা

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)